আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আজ ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ভয়াবহ সংঘর্ষে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আজ শনিবার বিকেল ৪টার পর গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত ওই পুলিশ সদস্য দৈনিক বাংলা মোড় এলাকায় দায়িত্বরত অবস্থায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছিলেন বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমে নিশ্চিত করেছেন।