আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারের প্রস্তাবিত ৫ শতাংশ বাড়ি ভাতা (সর্বনিম্ন ২ হাজার টাকা) প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
রোববার সকালে জাতীয় শহীদ মিনারে অবস্থান ও অনশন কর্মসূচির অষ্টম দিনে তারা এই ঘোষণা দেন। শিক্ষকরা জানান, বাড়ি ভাতা মাত্র ৫ শতাংশ বৃদ্ধি করা তাদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং নতুন কর্মসূচি হিসেবে দুপুর ১২টায় শিক্ষাভবনের দিকে “ভুখা মিছিল” এর ঘোষণা দেন।
শিক্ষকরা দাবি জানিয়ে বলেন, বাড়ি ভাতা মূল বেতনের ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১,৫০০ টাকা, এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি থেকে সরে দাঁড়াবেন না।
এর আগে সকালে অর্থ মন্ত্রণালয় ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাতা বৃদ্ধির প্রস্তাবে সম্মতি দেয় এবং ৬টি শর্ত যুক্ত করে এ সংক্রান্ত আদেশ জারি করে। আগামী ১ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানানো হয়।
তবে শিক্ষক সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন, তারা এই প্রস্তাবকে “অন্যায্য ও অসম্পূর্ণ” মনে করছেন। তাদের ভাষায়, এটি শিক্ষকদের জীবনযাত্রার ব্যয় এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।