আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বার্তা সংস্থা এএফপির তাদের এক সংবাদ প্রতিবেদনে জানিয়েছে, গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্পে ইসারয়েলিদের জঘণ্য বিমান হামলায় নারী শিশুসহ কমপক্ষে ৫০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫০ জন। এখনও ধ্বংসাবশেষের নিচে অনেকে আটকা পড়ে আছেন
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে আরো বলা হয়েছে, জাবালিয়া ক্যাম্প থেকে ৪৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।