আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন করে বলেছেন, কার সঙ্গে সংলাপ করতে হবে? ট্রাম্প সাহেবের সঙ্গে কি জো বাইডেন সাহেব সংলাপ করছে? যেদিন বাইডেন-ট্রাম্প সংলাপ করবে সেদিন আমরাও করবো।
এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, খুনীদের সাথে কীভাবে সংলাপ করবো। এ ধরনের কথা বলে কীভাবে? আমাদের তো মেরেছেই, পুলিশকেও পিটিয়ে মারলো। তাদের সব কর্মকাণ্ড রেকর্ড করা আছে আমাদের কাছে।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি। গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদান উপলক্ষ্যে সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তিনদিনের সরকারি সফরের অভিজ্ঞতা তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।