
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির লাক্ষ্মীনগর এলাকায় একটি গয়নার দোকানে দুই নারী চমকপ্রদ চুরির উদ্দেশ্যে ক্রেতা সেজে আসেন। দোকানে আসার পর তারা এক্সপ্লোরেশনের সময় একটি আসল সোনার আংটির সঙ্গে ভুল করে নয় বরং পরিকল্পিতভাবে একটি নকল আংটি প্রতিস্থাপন করেন। ওই ঘটনা দোকানের সিসিটিভি ক্যামেরায় বিশদভাবে ধরা পড়ে এবং নিমেষেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
প্রতিবেদন অনুযায়ী, দোকানের কর্মী এক আংটির বাক্স সংগ্রহ করতে পেছনে ঘুরে গেলে সুযোগ নিয়ে প্রথম নারী আসল আংটি তুলে নেন এবং সঙ্গে সঙ্গে তা পাশে বসা দ্বিতীয় নারীর হাতে ধরিয়ে দেন। তারপর প্রথম নারী নকল আংটি নির্ঘণ্টে রাখেন এবং নির্বিঘ্নে দোকান থেকে বেরিয়ে যান।
ভিডিওটি সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-সহ একাধিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। এক আপলোড অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে ১ লাখ ৮২ হাজারেরও বেশি ভিউ হয়েছে।
উল্লেখ্য, ঘটনাস্থলে সেই মুহূর্তে নিরাপত্তার সমস্যা উন্মোচিত হয়েছে। বিশেষ করে ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রাম দাম ওই এলাকায় ছিল প্রায় ১২ হাজার ৫৭৭ রুপি, এ ধরনের মূল্যবান জিনিস এভাবে সহজে নেওয়া নিরাপত্তার প্রশ্ন তুলে দিচ্ছে।
এই ঘটনায় বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে সকল স্বর্ণালঙ্কার দোকানকে, ক্রেতার ছদ্মবেশ, দ্রুত ব্যবস্থা ও সিসিটিভি মনিটরিং শক্তিশালী করা অত্যাবশ্যক।





























