
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি: দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। চারদিনের ব্যবধানে ফের দ্বিতীয় দফায় সোনার দাম কমিয়ে প্রতি ভরিতে ২২ ক্যারেট সোনার দাম রেখেছে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা। আগামি ২৭ অক্টোবর থেকে নতুন এই দর কার্যকর হবে।
এই ঘোষণা রবিবার (২৬ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দর কমেছে। সেই প্রেক্ষিতে ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। গত বুধবার (২২ অক্টোবর) ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা; সেই তুলনায় এবার এক হাজার ৩৯ টাকা কমানো হয়েছে।
নতুন নির্ধারিত দামের অন্যান্য ক্যাটেগরি হলো:
২১ ক্যারেট সোনা প্রতি ভরি: ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা
১৮ ক্যারেট সোনা প্রতি ভরি: ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা
সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি: ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা
বাজুস জানায়, এই বছরের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে মাত্র ২০ বারই দাম কমানো হয়েছে, শীর্ষে রয়েছে দাম বাড়ানোর সংখ্যা।
নতুন দর কার্যকর হওয়ায় সোনার বাজারে ক্রেতা-বিক্রেতাদের জন্য সাময়িকভাবে সুযোগ তৈরি হতে পারে।





























