আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: মিরপুর ১ নম্বর এলাকায় লাঠিসোঁটা হাতে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। এসময় বন্ধ হয়ে যায় যানচলাচল।
শ্রমিকরা গতকালের পর আজও লাঠি হাতে কয়েকশ শ্রমিক মিরপুর ১ নম্বর গোলচত্বরে অবস্থান করছেন। সেখানে টেকনিক্যাল থেকে আসা সব ধরনের যানবাহন ঘুরিয়ে দিচ্ছেন শ্রমিকরা। শ্রমিক আন্দোলনের ভয়ে আশপাশের ব্যবসায়ীরাও তাদের দোকানপাট বন্ধ করে দিয়েছেন।
মিরপুর ১ নম্বর এলাকা ছাড়াও ১০, ১১, ১৩ ও ১৪ নম্বর এলাকাগুলোতে শ্রমিকদের বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে।