
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা স্ট্রিপ উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মাঝেই আবার নতুন করে বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন, সিভিল ডিফেন্সের ভাষ্য অনুযায়ী।
ইসরায়েলি সরকার জানায়, এই হামলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কারণ হামাস ইসরায়েলি বাহিনীর ওপর গোলা নিক্ষেপ করেছে এবং যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ রয়েছে।
তথ্য অনুসারে, হামলা হয়েছে গাজার সাবরায়ে, শাতি শরণার্থী শিবির ও আল-শিফা হাসপাতালে আশপাশে। দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলের কামানও নিক্ষেপ করেছে।
ইসরায়েল বলছে, এই হামলা দ্রুত ও শক্তিশালীভাবে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে হামাসের সম্ভাব্য লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে।
উল্লেখযোগ্য যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ক্রমেই ভঙ্গুর হয়ে পড়ছে।
দেশ ও জনগণের জন্য এর প্রভাব মারাত্মক। মানবাধিকার সংগঠনগুলো বলছে, গাজার পরিস্থিতি আগেরচেয়ে আরও অবনতি হবে যদি দ্রুত শান্তিপ্রক্রিয়া চালু না হয়।




























