
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি: টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের স্বর্ণবাজারে নতুন করে দাম বেড়েছে। আজ (২৯ অক্টোবর) রাতের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম এক লাফে ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২ লক্ষ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, স্থানীয় বাজারে পিউর বা তেজাবি সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় এই নতুন দাম কার্যকর করা হয়েছে। নতুন মূল্য আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হবে।
অন্য ক্যারেটগুলোর নতুন দাম নির্ধারণ করা হয়েছে—
২১ ক্যারেট প্রতি ভরি: ১ লক্ষ ৯৩ হাজার ৫০৬ টাকা
১৮ ক্যারেট প্রতি ভরি: ১ লক্ষ ৫৬ হাজার ৮৬২ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লক্ষ ৩৭ হাজার ৮৪৫ টাকা
বাজুস জানায়, সব গহনায় সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি আবশ্যক যুক্ত হবে। গহনার ডিজাইন বা মানভেদে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।
রূপার দাম এআই সময় অপরিবর্তিত আছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম রাখা হয়েছে ৪ হাজার ২৪৬ টাকা; ২১ ক্যারেট: ৪ হাজার ৪৭ টাকা; ১৮ ক্যারেট: ৩ হাজার ৪৭৬ টাকা; এবং সনাতন রুপা: ২ হাজার ৬০১ টাকা।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক স্বর্ণের বাজারে ওঠানামা, সঞ্চয় বিনিময়ের প্রবণতা এবং অভ্যন্তরীণ সরবরাহ ও চাহিদার ভারসাম্য এই মূল্য পরিবর্তনের প্রধান কারণ।


























