আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট স্থায়ী এই বৈঠকে দুই বিশ্বনেতা দ্বিপাক্ষিক বাণিজ্য, শুল্কনীতি, এবং ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিস্তৃত আলোচনা করেন।
বৈঠক শেষে ট্রাম্প সরাসরি বিমানবন্দরে পৌঁছে যুক্তরাষ্ট্রগামী এয়ার ফোর্স ওয়ানে ওঠেন, যা দিয়ে শেষ হয় তার চলতি এশিয়া সফর। এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো বৈঠকের সিদ্ধান্ত নিয়ে প্রতিবেদন প্রকাশ শুরু করেছে।
Reuters জানায়, বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার এক বছরের বাণিজ্যচুক্তি নিয়মিতভাবে নবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, “আমরা একটি ইতিবাচক চুক্তিতে পৌঁছেছি। চীনের শুল্কহার ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশে নামানো হবে।”
সূত্র অনুযায়ী, ট্রাম্প আগামী এপ্রিল মাসে চীন সফরে যাবেন এবং এর কিছু পরেই প্রেসিডেন্ট শি যুক্তরাষ্ট্র সফর করবেন। ট্রাম্প বলেন, “আমাদের আলোচনায় পৃথিবীর অন্যতম জটিল সমস্যা সমাধানের পথ তৈরি হয়েছে। আসন্ন বৈঠকগুলো আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
এই বৈঠকটি দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর শি জিনপিংয়ের সঙ্গে তার প্রথম সরাসরি সাক্ষাৎ। ২০১৯ সালের পর এটি দুই দেশের নেতাদের প্রথম শীর্ষ সম্মেলনও বটে।
বৈঠক শেষে ট্রাম্প মন্তব্য করেন, “শির সঙ্গে আলোচনা ছিল অসাধারণ, দশের মধ্যে বারো নম্বর দেওয়া যায়।” অপরদিকে শি জিনপিংও ট্রাম্পের সঙ্গে করমর্দনের সময় প্রশংসা করে বলেন, “এই বৈঠক দুই দেশের সম্পর্ক আরও গভীর করবে এবং স্থিতিশীল ভবিষ্যতের পথ দেখাবে।”
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও এই বৈঠক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।
সূত্র: Reuters, AFP