আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: এবার ওয়ানডে বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ৬টি ম্যাচের ৫টিতেই বড় জয়। এবার কিন্তু আরও বড় এক দুর্দান্ত জয় পেলো দক্ষিণ আফ্রিকা।
দলটি এবার নিজেদের সপ্তম ম্যাচে এসে শক্তিশালি নিউজিল্যান্ডকে ১৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করে। ফেলেছে।
দক্ষিণ আফ্রিকার বড় জয়ের ফলে জমে উঠেছে বিশ্বকাপের মঞ্চ। বিশ্বকাপ থেকে এক প্রকার বাদ পড়া পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনা জেগে উঠেছে, পরবর্তী দুই ম্যাচ যদি পাকিস্তান মোটামুটি বড় ব্যাবধানে জিতে যায় তাহলে পাকিস্তানের সেমিফাইনালও নিশ্চিত হয়েছে যাবে।