আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত ও বলপ্রয়োগ বা নির্বিচারে আটক থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। সংবাদ সম্মেলনে কথা বলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকের এখ প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র বলেন, নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে আমি আপনাকে বলতে পারি, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার খবর নিয়ে গভীর উদ্বিগ্ন। এ সহিংসতায় অন্তত ৯ জন মারা গিয়েছে এবং অনেকে আহত হয়েছে।