
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সরকারের অধীনে করার দাবিতে আগামী ১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগের আলটিমেটামসহ চার দফা দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
আজ শুক্রবার (৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিশাল মহাসমাবেশে ইসলামী আন্দোলনের আমির এ ঘোষণা দেন। দলটির আজকের এই মহাসমাবেশে লাখ লাখ সাধারণ মানুষ ও নেতা কর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
সমাবেশে মুফতী রেজাউল করীম বলেন, আগামী ১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগ করে ও জাতীয় সংসদ ভেঙে দিয়ে নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আগামী ১ সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে কারারুদ্ধ বিএনপির সব নেতাকর্মীকে মুক্তি ও রাষ্ট্রপতিকে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের উদ্যোগ নিতে হবে।
আর যদি সরকার আমাদের এ দাবি না মানে তাহলে আমরা সরকার পতনের দাবিতে আন্দোলনরত বিরোধী দলের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা দিবো। এ সময় চরমোনাই পীর আরো বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপিসহ বিরোধী দলগুলোর সব শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন ঘোষণা করছে। সরকারের কাছে বার্তা দিতে চাই, ২০১৮ সালের মতো নির্বাচন এবার হতে দেওয়া হবে না। দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে যা খুশি তা-ই করতে দেওয়া হবে না।