আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্কঃ স্পেশাল রিপোর্টার হুসাইন আজাদ।ফিলিস্তিনের গাজায় অভিযান পরিচালনা করতে গিয়ে অসহায় ও বিভ্রান্ত হয়ে পড়েছে দখ*লদা*র ইসরায়েলি সামরিক বাহিনীর দল।
গাজায় ইসরাইলের স্থল অভিযান নিয়ে ঠিক এমনই মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ্ আল খামেনি। আজ শুক্রবার (৩ নভেম্বর) এক সংবাদ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।
ওই প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি বিশেষ বার্তায় আয়াতুল্লাহ্ খামেনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ সহায়তা না পেলে কয়েকদিনের মধ্যেই নিশ্চুপ হয়ে যাবে ইসরাইল। এবং ওই পোস্টে খামিনি ইসরাইল প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রশাসনকে মিথ্যেবাদী বলে আখ্যা দিয়েছেন।