আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক : বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সারাদেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিরোধী দল বিএনপি। আজ রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয় এ অবরোধ কর্মসূচির প্রথম দিন।
এদিন, রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে অবরোধের কারণে অন্যান্য দিনের তুলনায় গণপরিবহন চলাচল কম দেখা গিয়েছে, বিশেষ করে সাতরাস্তা, নাবিস্কো, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমিনবাজার সড়কসহ কয়েকটি এলাকায় সীমিত সংখ্যক গণপরিবহন লক্ষ্য করা যায়। ফলে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের।
মহাখালী বাস টার্মিনাল থেকে দু একটি রুটে কিছু সংখ্যক যাত্রী নিয়ে দূরপাল্লার বাস ছাড়লেও গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার পরিবহন একেবারেই ছেড়ে যায়নি। যাত্রী সঙ্কটের কারণে দূরপাল্লার বাস বন্ধ আছে বলে জানান বাস পরিবহন শ্রমিকরা।
তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ফার্মগেট, তেজঁগাও, বিজয়সরণি ও মিরপুর ১০ নম্বরসহ কয়েকটি স্থানে যানবাহন ও মানুষের চলাফেরা কিছুটা স্বাভাবিক হতে দেখা যায়।
এদিকে, বিরোধী দলের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল করতে দেখা যায়।