আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি দেশটির জনগণের অসন্তোষ দ্রুতই বাড়ছে। নেতানিয়াহুর প্রতি ইসরায়েলিদের অভিযোগ, কট্টর ডানপন্থী সরকারের ভুল পদক্ষেপে অস্থিরতা ছড়িয়েছে পুরো অঞ্চলে। এর ফলে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ আরও ঘনীভূত হচ্ছে। ইসরাইল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অপসরণের দাবি জানিয়ে রাস্তায় বিক্ষোভে নেমেছে দেশটির সাধারণ নাগরিকরা। খবর রয়টার্সের।
শনিবার (৪ নভেম্বর) রাতে রাজধানী তেলআবিবে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন ক্ষুব্ধ ইহুদি নাগরিকরা। গত মাসে হামাসের দুর্ধর্ষ হামলা ঠেকাতে না পারার জন্য তারা সরকারকেই দায়ী করেন। এবং তাদের স্লোগানে উঠে আসে ১৪০০ মানুষের প্রাণহানির কথাও। সেই সাথে হামাসের কাছে থাকা ২৪২ জন জিম্মিকে এখনও উদ্ধারে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহুর পদত্যাগ চান তারা।