
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি রেডিও কোল বেরামাকে দেওয়া সাক্ষাৎকারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য গাজায় পরমাণু বোমা ফেলার হুমকি দিয়েছিলেন অতি-ডানপন্থী নেতা এবং মন্ত্রী আমিহাই ইলিয়াহু। কিন্তু তার এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সাক্ষাৎকারে আমিহাই ইলিয়াহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, গাজায় পারমাণবিক বোমা ফেলা উচিত কি না, জবাবে তিনি বলেছিলেন, ‘এটিও সম্ভাবনাগুলোর মধ্যে একটি।
ইসরাইলের মন্ত্রীর এমন বক্তব্যের পরপরই তাকে বরখাস্ত করেছেন দেশটির নেতানিয়াহু। তবে এই মন্ত্রী ইসরায়েলে যুদ্ধকালীন মন্ত্রীসভার কোনো সদস্য ছিলেন না বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।