আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আমরা অবশ্যই দখ*ল*দার ইহুদি*বাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়হুর বিরুদ্ধে যুদ্ধে লড়বো, ইনশা আল্লাহ আমরা অবশ্যই জালিমের মোকাবেলায় জিতবই” কলিজার টুকরো সন্তানের লাশ নিয়ে এমন শপথই পাঠ করলেন এক ফিলিস্তিনি অসহায় সন্তান হারা বাবা।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখ*ল*দার ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় সন্তান নিহত হয়েছে। তিনি আশ-শিফা হাসপাতালের সন্তানের লাশ নিয়েই এই ইসরাইলের হামলার প্রতিবাদে এ সংকল্প ব্যক্ত করেন। তার নাম সালামা মারুফ। তিনি গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সরকারের মিডিয়া অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।