আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে মালিকপক্ষের প্রস্তাবই চূড়ান্ত হয়েছে। পোশাক শ্রমিকদের জন্য শ্রম মন্ত্রণালয়ে ১২ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাব দিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। ফলে বর্তমান চলমান মজুরির তুলনায় নিম্নতম মজুরি বাড়ছে ৫৬ দশমিক ২৫ শতাংশ।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে পোশাক খাতের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের ষষ্ঠ সভায় মালিকপক্ষ থেকে শ্রমিকদের মজুরি সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরির প্রস্তাব করে। পরে নিম্নতম মজুরি বোর্ড সেটিকেই চূড়ান্ত করে ফেলে।
বাংলাদেশ সচিবালয়ে আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা সাড়ে তিনটার পর সংবাদ সম্মেলন করে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা, বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমান, বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম প্রমুখ।