আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠিত ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ হচ্ছে হলো ক্রিকেট ইতিহাসের অন্যতম অঘটনে ভরা বিশ্বকাপ। এশিয়ান ক্রিকেটের নতুন শক্তিধর দেশ আফগানিস্তানের প্রথম শিকার ছিল ইংল্যান্ড” এবার সেই শিকারে নাম লিখাতে যাচ্ছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া।
আজ মঙ্গলবার ( ৭ নভেম্বর) আফগান ব্যাটার ইব্রাহিমের ঐতিহাসিক ১২৯ রানের ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৯১ রানের লড়াকু টার্গেট ছুঁড়ে দেয় আফগানিস্তান দল। জবাবে অস্ট্রেলিয়া দল মাত্র ৯১ রানে ৭ উইকেট হারিয়ে লজ্জাজনক পরাজয়ে পথে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া দল ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করেছে।