আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা নিরাপদে হরিলুট চালানোর জন্য খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করেছিলেন। তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে সব ধরনের চক্রান্ত করেছেন।”
শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মীরের গ্রামে আয়োজিত ‘আমরা বিএনপি পরিবার’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রিজভী আরও বলেন, “খালেদা জিয়া হেঁটে জেলে গেলেও ফিরে এসেছেন হুইল চেয়ারে। দিনের পর দিন হাসপাতালে থাকতে হচ্ছে। তিনি এখন মৃত্যুর দ্বারপ্রান্তে, আর তার জন্য দায়ী শেখ হাসিনা।”
সরকারের বিরুদ্ধে অবহেলা, নির্যাতন ও ষড়যন্ত্রের অভিযোগ
তিনি অভিযোগ করেন, হাসিনার সরকার ছিল গুম-খুন ও হরিলুটের আমল। ফখরুদ্দীন-মইনুদ্দিনের হুমকি, হাসিনার ষড়যন্ত্র ও রক্তচক্ষু দেখেও দেশকে ছেড়ে যাননি বেগম খালেদা জিয়া। কারাগারে নির্যাতন ও খাদ্যে বিষপ্রয়োগ করেও তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি বলেও মন্তব্য করেন রিজভী।
এসময় চট্টগ্রাম-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রশংসা করে রিজভী বলেন,“দলের দুঃসময়ে বাধা-বিপত্তি মোকাবিলা করে গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি নিরলসভাবে কাজ করেছেন।”
অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ হাফেজ আবু বকর সায়মকে চিকিৎসা সহায়তা প্রদান করে বলেন যে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান তার পাশে আছেন। এছাড়া জুলাই–আগস্ট আন্দোলনে নিহত ও আহত ৪০টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।