আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্ব কখনো এমন তীব্র যন্ত্রণাদায়ক পা নিয়ে ধ্বংসস্তূপ থেকে কোন ক্রিকেটারের এমন বিধ্বংসী ব্যাটিং করতে দেখেছি কিনা বিশাল সন্দেহ রয়েছে” তবে এখন পর্যন্ত ইতিহাস ঘেটে দেখা গিয়েছে, এমন যন্ত্রণাদায়ক খোড়া পা নিয়ে বিশ্বকাপের মত বড় মঞ্চে ম্যাক্সওয়েলের মত এমন বিধ্বংসী ব্যাটিং ইতিপূর্বে কেউ দেখাতে পারেনি।
ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আসরে নিজেদের অষ্টম ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য এক ইনিংসের উপর ভর করে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া দল।
পাঁচ বছরের বিশ্ব চ্যাম্পিয়ন এ অস্ট্রেলিয়া দলটিই এশিয়ার নতুন শক্তিশালী দল আফগানিস্তানের দেওয়া ২৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৯১ রান ৭ উইকেট হারিয়ে খাঁদের ঠিক সর্বশেষ কিনারায় চলে যায়, সবাই যখন অস্ট্রেলিয়া দলের লজ্জাজনক হারের প্রহর গুন ছিল ঠিক তখনই অস্ট্রেলিয়া দলের ত্রানকর্তা হয়ে খোড়া পা নিয়ে একাই দানবীয় দত্তের মত বিধ্বংসী ব্যাটিং করে মাত্র ১২৮ বলে ২০১ রানের অতিমানবীয় এক ইনিংস খেলে নিজ দেশকে জয়ের বন্দরে পৌঁছে দেয় ম্যাক্সওয়েল। তীব্র যন্ত্রণাদায়ক খোড়া পা নিয়ে যে দানবীয় ব্যাটিং দেখিয়েছে ম্যাক্স মনে হচ্ছিল এটি হয়তো কোন ক্রিকেটিও কাল্পনিক মুভি দেখছিলাম। অবিশ্বাস্য অবিশ্বাস্য অবিশ্বাস্য ইনিংস যা ইতিহাস হয়ে থাকবে।