আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপে বাংলাদেশের সাথে শ্রীলংকার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইম আউট (হেলমেট) কাণ্ড ক্রিকেট বিশ্বে এ প্রথম বারের মতোই ঘটেছে। প্রথমবারের মতো এই অদ্ভুত আউটে শিকার লঙ্কান ক্রিকেটাররা ও সমর্থক গোষ্ঠী হতাশ হলেও একই ঘটনায় কিন্তু ভীষণ রকম লাভবান হয়েছে দিল্লি ও কলকাতা পুলিশ।
লংকান ব্যাটারের এই অদ্ভুত আশ্চর্যজনক আউটের ঘটনাকে পুঁজি করে নিজেদের দেশের মোটরসাইকেল চালকদের জন্য সতর্কতামূলক প্রচারণা চালিয়ে নিয়েছে তারা। মূলত নিজ শহরের জনগণকে সতর্ক করার উপায় হিসেবে ম্যাথুসের হেলমেট কাণ্ডকে বেছে নিয়েছে ভারতের ওই বড় দুটি শহরের পুলিশ বিভাগ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে (এক্স” সাবেক টুইটার) ম্যাথুসের ছবি নিজেদের মতো কিছুটা এডিট করে নিয়ে সংযুক্ত করা দিল্লি পুলিশ লিখেছে–আমরা আশা করি, এবার আপনারা হেলমেটের গুরুত্ব অবশ্যই বুঝেছেন। একটি ভালো হেলমেট আপনাকে ‘টাইমড আউট’ (মৃত্যু) হওয়া থেকে বাঁচিয়ে দিতে পারে।
আরেকদিকে এঞ্জেলো ম্যাথুসের টাইম আউট হওয়ার দৃশ্যটি ‘এক্স’এ পোস্ট করে, উইকেট পড়তে পারে নিয়মের খেয়ালে। টাইম আউট হয় না ‘১০০’ ডায়ালে। অর্থাৎ, যেকোনো সমস্যা বা বিপদে পড়লেই ১০০ ডায়াল করে সাহায্য চাওয়া যেতে পারে বলেই কলকাতা পুলিশ এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়েছেন।