আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং গড় যেখানে ৫৫.২৫, এবং ১২২.৭৭ স্ট্রাইক রেটে সে চলমান বিশ্বকাপে রান করেছে ৪৪২; অথচ সেখানে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ব্যাটিং গড় ৪০.২৮, এবং মাত্র ৮২.৬৯ স্ট্রাইক রেটে করেছেন ২৮২ রান। শীর্ষ রানসংগ্রাহকদের তালিকায় ভরতীয় অধিনায়ক রোহিত শর্মা এ মুহূর্তে আছেন চার নাম্বারে, আশ্চর্যের বিষয় হলো নাম্বার ওয়ান বেটার হয়েও বাবর শীর্ষ পনেরোতেও নেই।
পাকিস্তানের ‘জিও সুপার’ নামে একটি টিভি চ্যানেলের আয়োজিত একটি ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানে রোহিতের শর্মার সঙ্গে বাবর আজমের এই পার্থক্যের বিষয়টিই সামনে এনেছেন সাবেক পাক ক্রিকেটার আঃ রাজ্জাক, ‘রোহিতকে দেখুন, সে প্রথম ওভারে ১০ রান নিতে প্রস্তুত, দ্বিতীয় ওভারে ১৫” কিন্তু আমাদের অধিনায়কের (বাবর আজম) খেলার ধরন কিন্তু সম্পুর্ন আলাদা। ওর উচিত রোহিতকে দেখা, সে কী ভাবে ব্যাট করছে এবং দল পরিচালনা করছেন।
এদিকে একই অনুষ্ঠানে সিকান্দার বখত বলেছেন, ‘আমরা এখনও পর্যন্ত বিশ্বের ১ নম্বর ব্যাটসম্যান বাবর আজমকে নিয়ে কথা বলেই চলেছি। আমার প্রশ্ন হলো, এ ধরনের আলোচনা ভালো চুক্তি পেতে আদৌ সাহায্য করে কি না। মনে হচ্ছে, সে (বাবর আজম) ক্লাসের সেরা ছাত্র, কিন্তু ম্যাট্রিক পরীক্ষায় সে ফেল করছে।