আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম ব্যক্তিগত মত প্রকাশ করে বলেছেন, ফুলবাড়ী, দিঘীপাড়া ও জামালগঞ্জের মতো বড় কয়লা মজুত থেকে কয়লা না উত্তোলন দেশের জন্য বড় ভুল। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা দেশের অগ্রগতির জন্য অপরিহার্য, বিশেষ করে সাম্প্রতিক বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এই ভুল আরও স্পষ্ট হয়ে উঠেছে।
রোববার (৭ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া একটি পোস্টে শফিকুল আলম স্পষ্ট করেছেন, তার এই মতামত সম্পূর্ণ ব্যক্তিগত এবং অন্তর্বর্তী সরকারের কোনো নীতি নয়। তিনি জানান, সরকারে যোগদানের পর বিষয়টি তার কাছে আরও পরিষ্কার হয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে এলএনজি ও তেলের দাম পাঁচ থেকে দশ গুণ বেড়ে যায়। তখন এলএনজি কিনতে হলে রিজার্ভ শেষ করতে হতো বা মাসের পর মাস কারখানা বন্ধ রাখতে হতো।
শফিকুল আলম উল্লেখ করেছেন, এ কারণে ফুলবাড়ীর মতো বড় কয়লা মজুত থেকে কয়লা না উত্তোলন দেশের জন্য একটি বড় ভুল। তিনি বলেন, যদি প্রাসঙ্গিক চুক্তিতে ত্রুটি থাকে, তবে সরকারকে তা সংশোধন করে নতুন অংশীদার খুঁজে নেওয়া উচিত ছিল।
প্রেস সচিব আরও জানিয়েছেন, তার পোস্টে কোনো সরকারি নীতির প্রতিফলন নেই এবং বর্তমান সরকার ফুলবাড়ী কয়লা প্রকল্প পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে না। তিনি সমালোচকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসা গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান।
শফিকুল আলম ২০০৬ সালের ফুলবাড়ী হত্যাকাণ্ড ও বামপন্থীদের ভূমিকা সম্পর্কেও মন্তব্য করেন। তিনি বলেন, মানবাধিকার, সংখ্যালঘু অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে বামপন্থীদের দৃঢ় অবস্থান প্রশংসনীয়, তবে অর্থনৈতিক বিষয়গুলোতে তারা সবসময় বাস্তবমুখী ফল আনতে পারেননি। পোশাকশিল্পে শ্রমিকদের সুযোগ সুবিধা, শিশুশ্রম বন্ধ এবং নিরাপত্তা মান উন্নয়ন মূলত পশ্চিমা ক্রেতা ও ভোক্তা অধিকার সংগঠনগুলোর চাপের ফল।