আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি: দেশের ভোজ্যতেল বাজারে আবারও দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের মূল্য পরিস্থিতি বিবেচনায় এনে নতুন এই দাম সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে।
রোববার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী—
বোতলজাত সয়াবিন তেল লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা
খোলা সয়াবিন তেল লিটারে ৭ টাকা বাড়িয়ে ১৭৬ টাকা
পাঁচ লিটারের বোতল সয়াবিন এখন ৯৫৫ টাকা
খোলা পাম তেল লিটারে ১৬ টাকা বাড়িয়ে ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে
এর আগে ব্যবসায়ীরা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তেলের দাম বাড়ানোয় অসন্তোষ প্রকাশ করেছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানিয়েছিলেন, একতরফাভাবে মূল্য বাড়ালে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত কয়েকদিন ধরে বাজারে নতুন দামে পাঁচ লিটারের সয়াবিন তেল ৯৬৫ টাকায় এবং বোতলজাত সয়াবিন লিটারপ্রতি ১৯৮ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা আগের দামের তুলনায় বেশ বেশি। নতুন মূল্য ঘোষণার ফলে বাজারে দাম বাড়ার বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।