আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুর্নীতিবাজদের ভোটারদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে দুদকের সেগুনবাগিচা কার্যলয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। চেয়ারম্যান বলেন, “সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে আছে, যা পুরোপুরি নির্মূল করা কঠিন। এজন্য তরুণদের এগিয়ে আসা জরুরি। দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে।
আব্দুল মোমেন আরও বলেন, দুর্নীতিবাজদের জন্য যেন প্রতিদিনই উৎসব। তবে দুর্নীতিবিরোধীরা মাত্র একদিনের উদ্যোগে তাদের লাগাম টানতে পারবে। তাই আসন্ন নির্বাচনে দুর্নীতিবাজদের বাদ দিয়ে সঠিক লোককে নির্বাচিত করা প্রয়োজন।
এই বছর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’। দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা ও ৪৯৫টি উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে। পাশাপাশি সব সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ, সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠান ও এনজিওগুলোতেও দুর্নীতিবিরোধী বিভিন্ন আয়োজন চলছে।
জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশ একযোগে এই দিনটি পালন করে। বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে ২০০৭ সাল থেকে দুদক এই দিবস উদযাপন শুরু করে, সরকারিভাবে ২০১৭ সাল থেকে অনুষ্ঠানটি নিয়মিতভাবে পালন করা হচ্ছে।