আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী লীগের প্রধান বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আরে বেটা সাহস থাকলে বাংলাদেশে ফিরা আয়, আমরা তোকে দেখি।’
আজ রোববার (১২ নভেম্বর) বিকেলে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সেখানকার স্থানীয় আওয়ামী লীগের আয়োজিত জনসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, তাদের নেতা কই? তাদের কথা মানুষ শোনে না। বিএনপি হলো একটা হত্যাকারী দল। জামায়াত যুদ্ধাপরাধী। খালেদা জিয়ার ছেলে খুনি তারেক জিয়া। গ্রেনেড হামলা করে আইভি রহমানকে হত্যা করেছে। এত টাকা কোথায় পায়? অস্ত্র চোরাচালানি করে। মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত। পালিয়ে থাকে লন্ডনে। তিনি বলেন, এতিমের টাকা আত্মসাৎ করে খালেদা জিয়া এখন জেলে। আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি।