আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ভারতের কাছে নেদারল্যান্ডস দলের ১৬০ রানের বড় পরাজয়ের কারণে অবশেষে কোনরকম ভাগ্যের জোরে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার সুযোগ পেল বাংলাদেশ দল।
ক্রিকেট বৌদ্ধরা বলছে বিশ্বকাপে বাংলাদেশ দলের এমন বাজে পারফরমেন্সের জন্য নির্বাচক এবং অধিনায়ক দায়ী। তারা এটিও বলেছেন যে, তামিম ইকবাল যদি বাংলাদেশ দলে থাকতো তাহলে অবশ্যই ওপেনিংয়ে বাংলাদেশ দল একটা ভালো শুরু পেতো। এর ফলে টপ অর্ডাররা চাপহীন থেকে বড় রান করার সুযোগ পেতো, এতে করে বাংলাদেশ দল প্রতি ম্যাচেই একটা ভালো সংগ্ৰহ পেতো আরো অনেকগুলো ম্যাচ জিততে পারতো।