আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানের পরে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশকে নির্দেশ দিয়েছেন, মামলা না থাকলেও ‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের’ আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই নির্দেশনা না মানলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার বিকেলে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানের পরে স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ছাত্র-জনতার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘিরে ধরে তাঁদের দাবি জানান। দাবিগুলোর মধ্যে ছিল, জুলাই আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার, ওসমান পরিবারের সদস্যদের আইনের আওতায় আনা, সন্ত্রাসী গ্যাং প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং সীমান্ত হত্যা বন্ধ করা।
জাহাঙ্গীর আলম বলেন, এসব দাবি যৌক্তিক এবং কিছু পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ওসমান হাদিকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা না গেলেও ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে, একজনকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং বাকি কাজ ধাপে ধাপে সম্পন্ন করা হবে।
এসময় উপস্থিত জেলা পুলিশ সুপার নিশ্চিত করেন, অভিযানের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং চেকপোস্ট স্থাপন করা হয়েছে।