আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি ও জামায়াতের গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে ১৫ই নভেম্বর থেকে ১৭ই নভেম্বর সকাল ছয়টা পর্যন্ত আরেক দফা সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি।
আজ সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। গত ১৫ দিনে এটি বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার অবরোধ হতে যাচ্ছে।
নতুন অবরোধের ঘোষণা অনুযায়ী (১৫ নভেম্বর ) বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সড়ক-রেল-নৌপথে সর্বাত্মক অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছে দলটি।