২৪শে জানুয়ারি, ২০২৫, ২৩শে রজব, ১৪৪৬

আগামীকাল থেকে ন্যায্যমূল্যে আলু, পেঁয়াজ, ডাল ও তেল বিক্রি হবে

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: আগামীকাল মঙ্গলবার ১৪ নভেম্বর থেকে খোলা ট্রাকের মাধ্যমে ঢাকায় ভর্তুকি মূল্যে আলু, পেঁয়াজ, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করবে সরকার। টিসিবির ফ্যামিলি কার্ডের বাইরে রাজধানীর স্বল্প আয়ের মানুষরা এ সব পণ্য কিনতে পারবেন।

জানা গিয়েছে, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন ৩০টি খোলা ট্রাকের মাধ্যমে এসব নিত্যপণ্য বিক্রি করা হবে। এতে ৯ হাজার পরিবার উপকৃত হবেন। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আগামীকাল  মঙ্গলবার থেকে রাজধানীতে ২৫ থেকে ৩০টি খোলা ট্রাকের মাধ্যমে মসুর ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে। একেকজন ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু ও ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। এছাড়াও ৬০ টাকা কেজিতে ডাল, ৭০ টাকা কেজিতে চিনি, ৩০ টাকায় আলু,  এবং ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ, ১০০ টাকা লিটার দামে সয়াবিন তেল বিক্রি করা হবে।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত