আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের আঙ্কারার কাছে একটি বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল‑হাদ্দাদ নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও চারজন উচ্চপদস্থ লিবিয়ান সেনা কর্মকর্তা এবং বিমানের তিনজন ক্রু সদস্যও প্রাণ হারিয়েছেন।
বিমানের ধরন ফ্যালকন ৫০ (Dassault Falcon 50) এবং এটি আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলি বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। কিছুক্ষণ পরই বিমানটি যান্ত্রিক ত্রুটি বা আবহাওয়ার কারণে যোগাযোগ হারায় এবং হায়মানা জেলার কাছে বিধ্বস্ত হয়।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিমানটি টেকঅফের পর জরুরি অবতরণের চেষ্টা চলাকালীন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধারকারীরা দ্রুত বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষে পৌঁছে ব্ল্যাকবক্স উদ্ধার ও তদন্ত শুরু করেছে।
লিবিয়ার প্রধানমন্ত্রী দুর্ঘটনাকে ‘মর্মান্তিক’ হিসেবে বর্ণনা করে বলেছেন, “এটি লিবিয়া ও সেনাবাহিনীর জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা এমন গুরুত্বপূর্ণ নেতা হারালাম, যিনি দেশ ও সেনাবাহিনীর সেবা করেছেন।”
সেনাপ্রধান আল‑হাদ্দাদ লিবিয়ার সামরিক বাহিনীতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং সম্প্রতি তুরস্ক সফরে সরকারি আলোচনায় অংশ নিয়েছিলেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল লিবিয়া ও তুরস্কের সামরিক সম্পর্ক আরও দৃঢ় করা।
দুর্ঘটনার পর লিবিয়ার সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং তুরস্কের সঙ্গে সমন্বয় করে ঘটনার তদন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে।