আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মেলবোর্নে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে (১৬ নভেম্বর) বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ দল।
এই ম্যাচটি সামনে রেখে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ দলের ফুটবলরা। একটাই লক্ষ্য নিজেদের চেয়েও অনেক বেশি এগিয়ে থাকা শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে চোখে চোখ রেখে ফাইটিং করা এবং অজিদের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করার মাধ্যমে বাংলাদেশ ফুটবল দলকে বিশ্ব ফুটবলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া। যে এই বাংলাদেশ হলো নতুন এক বাংলাদেশ। এমনটাই আশা করছেন বাংলাদেশের ফুটবল পাগল সমর্থকরা।