আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৫ টার দিকে বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
জানা গিয়েছে, আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
আজ বুধবার সকালে ঢাকায় নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেছেন, ‘বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন অংশীজনের সাথে সভা করে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল, সেই রোডম্যাপ অনুযায়ী, তারা যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তার ধারাবাহিকতায় আজকে বিকেল পাঁচটায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত ২৬তম প্রবিশন সভা অনুষ্ঠিত হবে। এই সভায় তফসিল চূড়ান্ত করা হবে বলে বলে জানিয়েছেন তিনি।