আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আজ বুধবার পিটার হাসের সঙ্গে বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, আসন্ন জাতীয় নির্বাচন এগিয়ে আসার কারণ এবং হাতে সময় না থাকায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনরকম সংলাপে বসার আর সুযোগ নেই।
এ সময় তিনি বলেছেন, এখন সংলাপ করতে হলে কাউকে বাদ দেওয়া যাবে না, শতাধিক দলের সঙ্গে করতে হবে। অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন সংলাপের বসার আর সুযোগ নেই।
আজ বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সচিবালয়ে নিজ কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান কাদের। ১১টার দিকে সচিবালয়ে কাদেরের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।