আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দ*খ*ল*দা*র নি*কৃ*ষ্ট জা**তী ই*হু*দি*বা*দী ইসরাইলের বিমান হামলায় গাজার হাসপাতালগুলোতে ক্ষতবিক্ষত হাজার হাজার নারী ও শিশু রুগী চিকিৎসাধীন রয়েছে। সেই হাসপাতালগুলোতেই ইস*রাইল সামরিক বাহিনী হামলা চালিয়ে কবরস্থানে রুপান্তরিত করেছে। ইসরাইলের এ হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কে দায়ী করে বিবৃতি দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী যুদ্ধা সংগঠন হামাস।