আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আবারও দ*খ*ল*দা*র ইসরাইল বাহিনী সশস্ত্র সংগঠন হিজবুল্লার সাথে লেবাননের সীমান্তে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে।
বৃহস্পতিবার ইরান সমর্থিত লেবাননভিত্তিক সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ্ জানিয়েছে, সীমান্তে ইসরাইলে আটটি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। অপরদিকে ইসরাইল দাবি করেছে, হিজবুল্লাহর হামলার প্রতিক্রিয়ায় তারাও লেবাননে বোমা বর্ষণ করেছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, লেবানন সীমান্তে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। ইসরাইল লেবাননে একের পর এক বোমা বর্ষণ করেছে। পাল্টা আক্রমণ করছে লেবাননের হিজবুল্লাহ্।