আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা বিশ্বের কোনো পদক্ষেপই দখলদার ইহুদিবাদী ইহুদিদের রক্ষা করতে পারবে না। এমন হুঁশিয়ারি বার্তাই উচ্চারণ করলেন ইরানের রিভোলিউশনারি গার্ডসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার হোসেইন সালামি।
আজ রোববার (১৯ নভেম্বর) ভয়েস অফ অ্যামেরিকা তাদের এক সংবাদ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভয়েস অফ অ্যামেরিকার ওই প্রতিবেদনে আরো বলা হয়, রুহানি সরকারের ডাকে শনিবার তেহরানে বিশাল সমাবেশে যোগ দেয় হাজার-হাজার মানুষ। এবং তারা ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবি জানায়। এবং অবিলম্বে অস্ত্রবিরতির পক্ষে শ্লোগান দেন তারা।
এদিকে আইআরজিসির কমান্ডার হুসেইন সালামি বলছেন, আজ সমগ্র বিশ্ব আমেরিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। যেকোনো সময়ের চেয়ে আমেরিকা আজ বিচ্ছিন্ন এক দেশ। রাজনৈতিকভাবে এটা তাদের পরাজয়। আর সমর্থনকারী পশ্চিমারা বিশেষকরে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলো, ইসরায়েলের পাশে দাঁড়িয়ে বড় ধরণের নৈতিক পরাজয় দেখিয়েছে তারা।