
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আজ রোববার (১৯ নভেম্বর) থেকে বিএনপির ডাকা দ্বিতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে সুনামগঞ্জে মিছিল বের করে সেখানকার স্থানীয় জেলা বিএনপি। এ সময় মিছিল থেকে পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীরা ইট মারলে ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই সাংবাদিক, আট পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জে পৌরশহরের পুরনো বাস স্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে।