আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে ভারতীয় দল।
খেলা শুরু হওয়ার পূর্বেই আহমেদাবাদকে স্তব্ধ করে দিতে চেয়েছিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া অধিনায়ক সেটিই করে দেখালেন। সিম ঘুরিয়ে দেওয়া বলটি ধরে রেখেছিল লাইন। আর ভারতীয় বেটার শ্রেয়াস আইয়ার খোঁচা দিয়েছেন তাতেই ফিরে গেলেন মাঠের বাইরে। পরপর ২ ওভারে ২ উইকেট হারিয়েছে স্বাগতিক ভারত।