আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দ*খ*ল*দা*র ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) যেসব কর্মকর্তারা ফিলিস্তিনের পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ সহিংসতা পরিচালনা করছেন, তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
শনিবার (১৮ নভেম্বর) ওয়াশিংটন পোস্টে প্রকাশিত ব্যক্তিগত কলামে জো বাইডেন লিখেছেন, যুদ্ধের পর গাজাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতেই রাখার পক্ষে তারা। এবং সেখানে কোনভাবেই ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ মানে না মার্কিন যুক্তরাষ্ট্র। আমি ইসরায়েলি নেতাদের জোরালোভাবে বলতে চাচ্ছি, পশ্চিম তীরে ব্যাপক সহিংসতা চলছে এবং অবশ্যই তা বন্ধ করতে হবে। যদি তা না হয়, তাহলে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজস্ব বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করতে বাধ্য হবে। সেসব পদক্ষেপের মধ্যে বিশেষ করে ভিসা নিষেধাজ্ঞাও থাকবে ।
জো বাইডেন তার ওই কলামে আরো লিখেছেন, ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয় জনগণের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হলো দ্বি-রাষ্ট্র সমাধান।