আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: আবারও দেশের সড়ক পথে লাশের মিছিল। ২৪ ঘন্টায় দশ জেলার মধ্যে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন কমপক্ষে ২৩ জন, এবং আহত হয়েছেন অন্তত ১৪ জন। এর মধ্যে সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের মধ্যে ভয়াবহ সংঘর্ষে প্রাণ গিয়েছে ভারতীয় এক দম্পতির। রাজশাহীর বেলপুকুরে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। একই জেলার নওহাটা জুট মিলে সামনে ঘাতক একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এদিকে রাজশাহীতে ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। শনিবার দুপুর পুঠিয়ার বেলপুকুর চেকপোস্ট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
সেখানকার স্থানীয় পুলিশ জানিয়েছে, সিএনজি অটোরিকশাটি নাটোর থেকে রাজশাহী আসার সময় বেলপুকুর চেকপোস্ট মোড়ে আসলে হঠাৎ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। আহত আরেকজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে স্ত্রী ছবি বিশ্বাসকে নিয়ে ভারতে যাচ্ছিলেন খুলনা-মোংলা রেললাইন প্রকল্পের প্রকৌশলী ভারতীয় নাগরিক অসীম কুমার। শনিবার সকালে ভোমরা ইমিগ্রেশনে যাওয়ার পথে সাতক্ষীরা সদর উপজেলার মিলবাজার এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় স্ত্রীসহ ভারতীয় দম্পতি হন তিনি।
এদিকে গাজীপুরের রাজেন্দ্রপুরে পুলিশের টহল পিকআপ উল্টে মারা গিয়েছেন বিতান বড়ুয়া নামের এক পুলিশ কনস্টেবল। এ দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন আরও ২ জন পুলিশ সদস্য।
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি লরি চাপায় তিনজূ দিনমজুর নিহত হয়েছেন। এবং গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা।
এছাড়াও ফেনীর ফুলগাজীতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত । আহত হয়েছেন ৪ জন। মুন্সিগঞ্জ ও যশোরের বাসচাপায় নিহত হয় তিনজন।
রাজবাড়ীর পাংশায় বাঁধাকপিবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার হেনা মোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুরের পার্বতীপুরে পিকআপের সাথে চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫৪ বছর বয়সী মজিদ সরকার এবং ৪২ বছর বয়সী স্বাধীন লালু নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। গুরতর আহত হয়েছে তিনজন। শনিবার রাত ৯ টার দিকে উপজেলার হলদিবাড়ি এলাকার রওশন পেট্রল পাম্পের সামনে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
সব মিলিয়ে গত ২৪ ঘন্টার মধ্যে দেশের ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে।। কোন ভাবেই সড়কে মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না। পুলিশ বলছে, মূলত নিয়ম না মেনে দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্যই এসব মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটছে।