
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে অষ্টম বারের মতো নতুন করে হরতাল ও অবরোধের কর্মসূচি ঘোষণা করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন এ কর্মসূচির মধ্যে আগামীকাল বুধবার (২৯শে নভেম্বর) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) পর্যন্ত সর্বমোট ২৪ ঘন্টার হরতাল ও অবরোধের ডাক দিয়েছে বিএমপি জামায়াত জোট।
সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় রুহুল কবির রিজভী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির বিষয়ে জানিয়েছেন, “সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।