আওয়ার টাইমস নিউজ
আন্তর্জাতিক ডেস্ক: চীনের গবেষণা জাহাজ আইসব্রেকার সুয়েলং ২( স্নো ড্রাগন ২) মঙ্গলবার সাফল্যের সঙ্গে বিপদসংকুল ওয়েস্টারলাইজ বেল্ট পার হয়েছে। সুয়েলং ২ বরফভাঙা জাহাজ। এর সঙ্গে সংযুক্ত রয়েছে সরবরাহ যান থিয়ান হুই। সংযুক্ত জাহাজদুটি যাচ্ছে অ্যান্টার্কটিকের দিকে।
ওয়েস্টারলাইজ বেল্ট হলো বিষুবরেখার ৪০ থেকে ৬০ ডিগ্রি দক্ষিণে অবস্থিত মহাসাগরের এমন এলাকা যা পশ্চিমা বাতাস এবং প্রচণ্ড ঢেউয়ের কারণে বিপদসংকুল। নাবিকদের জন্য এটি অন্যতম ভয়াবহ চ্যালেঞ্জ। তবে সুয়েলং ২ এর দক্ষ নাবিকরা সাফল্যের সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন।
জাহাজের মেট চেন তংলিন বলেন, ‘আমরা পরিকল্পনা করেছিলাম পাঁচদিনের মধ্যে ওয়েস্টারলাইজ পার হবো। তবে মাত্র সাড়ে তিনদিনের মধ্যেই পার হতে পেরেছি। সবচেয়ে বড় ঢেউ ছিল ৩.৫ থেকে ৩.৭ মিটার উঁচু। কয়েকবার রুট এবং গতি বদলে দুরন্ত ঢেউ ও স্রোত এড়িয়ে আমরা স্কেজ্যুলের আগেই এই বিপদসংকুল জলপথ পার হয়েছি।’
সুয়েলং ২ হলো চীনের ৪০তম অ্যান্টারটিক অভিযান। বুধবার বরফখন্ডভাসা সাগর পাড়ি দিয়ে শনিবার নাগাদ সুয়েলং ২ এবং থিয়ানহুই নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে পৌঁছাবে। এরপর যানদুটি রস সাগরে যাবে যেখানে চীনের পঞ্চম অ্যান্টার্টিক গবেষণা স্টেশন তৈরি হবে।
সূত্র: চিনা গণমাধ্যম সিসি টিভি।