আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার ও বাংলাদেশ দলের ওয়ানডে ও টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ক্রিকেট মাঠের মতো নির্বাচনী মাঠেও নাম্বার ওয়ান অলরাউন্ডার হতে চান তিনি, এ জন্য তিনি তার নির্বাচনী এলাকা মাগুরা জেলা বাসীর কাছে দোয়া চেয়েছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাগুরা ১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বিশ্বাসের অলরাউন্ডার সাকিব আল হাসান। নির্বাচনের জন্য মনোনয়ন পাওয়ার পরই সাকিব আল হাসান ছুটে যান তার নিজ নির্বাচনী জেলা মাগুরা-১ আসনে।
আজ মাগুরায় এক রাজনৈতিক জনসভায় বক্তব্যকালে এসব কথা জানিয়েছেন সাকিব আল হাসান।
জানা গিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (৩০ই নভেম্বর) মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিবেন সাকিব। এ সময় সাকিব আল হাসান আরও বলেছেন,”কয়েকটি বিষয় আছে, যেহেতু অনেক মানুষ হয়েছে, বাইক একটু সাবধানে চালাবেন, হেলমেট পরবেন। মানুষকে যাতে অস্বস্তিতে না পড়তে হয় আপনারা সেই কাজ করবেন। আজকে অনেকেরই হয়তো একটু কষ্ট হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করব, আমার জায়গা থেকে তাদের কষ্ট কত কম করানো যায়। অনেক সময় অনেকে অতি উৎসাহী হয়ে অনেক কিছু করে ফেলে, আমি তাদের অনুরোধ করবো তারা তাদের জায়গা থেকে যেন সংযত থাকে।”
এ সময় মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে সাকিব বলেন,”আগামীকাল নমিনেশন পেপার জমা দেব। আশা আছে আমার, আমি শেখর (সাইফুজ্জামান) ভাই এবং সভাপতি ও সেক্রেটারিসহ একসঙ্গে গিয়ে মনোনয়নপত্র জমা দিবো।