আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দ*খল*দার ইহু*দি ইসরা*ইল কর্তৃক যুদ্ধবিধ্বস্ত গাজায় বিভিন্ন সংক্রমণজনিত রোগ মারাত্মকভাবে বেড়েই চলেছে। ডায়রিয়ার মতো পানিবাহিত রোগের পাশাপাশি, ব্রংকাইটিস, হেপাটাইটিস এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন গাজার নিরীহ বাসিন্দারা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আক্রান্তদের বেশিরভাগই শিশু। সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় ভ্যাক্সিনের তীব্র সংকট দেখা দিয়েছে অঞ্চলটিতে। হাসপাতালগুলো বন্ধ থাকায় চিকিৎসাসেবা নিতে পারছে ইসরাইলের বোমার আঘাতে ক্ষতবিক্ষত নারী ও শিশুরা। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের ক্ষতস্থান থেকেও ইনফেকশান ছড়াচ্ছে। গাজায় দ্রুত স্বাস্থ্যখাতের উন্নতি না হলে গোটা অঞ্চলে মহামারি ছড়িয়ে পড়তে পারে বলেও উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সূত্র: আল জাজিরা