আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আমি এবং সুমন এত বছর ধরে কাজ করছি, অথচ এখন পর্যন্ত কেউ আমাদের অভিনন্দনও জানায়নি। সিলেটের মাঠে নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে বিধ্বস্ত করার পর এমন আক্ষেপ ঝড়লো প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কন্ঠে।
এদিকে বাংলাদেশ দলের ২০২৩ ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ মিশন সুখের হয়নি। ব্যর্থতার সেই পালা শেষে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় পেয়েছে দলটি। এরপরে গণমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ সময়ে সাংবাদিকদের সাথে আলাপকালে নান্নুর কন্ঠে ঝড়লো ধন্যবাদ না পাওয়ার কষ্ট।
এ সময় নান্নু আরো বলেন, চলতি মাস অর্থাৎ ৩১ ডিসেম্বর চুক্তি শেষে আর নির্বাচক হিসেবে কাজ করবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।