আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ক্রমেই ভয়ংকর শক্তি সঞ্চয় করে বিপদজনক ভাবে অগ্রসর হচ্ছে শক্তিশালি ঘূর্ণিঝড় ‘মিগজাউম!
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার
(৪ ডিসেম্বর) দুপুরের মধ্যেই ভারতের দক্ষিণের দুই রাজ্য তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। এর প্রভাবে সকাল থেকেই দুই রাজ্যে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত ও দমকা হাওয়া। তামিলনাড়ুর মীনামবাক্কামে ১৯৬ মিলিমিটার এবং নুঙ্গামবাক্কামে ১৫৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়াও রাজ্যের চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম, নাগাপট্টিনাম এবং কুড্ডালো ও তিরুভাল্লুর জেলায় বৃষ্টি শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, চেন্নাইয়ের বেশিরভাগ অংশ প্লাবিত। শহরটির ইস্ট কোস্টাল রোডের কানাথুর এলাকায় একটি নির্মাণাধীন দেওয়াল ধসে দুজনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবের তামিলনাড়ুর চেন্নাইসহ একাধিক জায়গায় একটানা বৃষ্টি হচ্ছে। প্লাবিত চেন্নাই বিমানবন্দরের রানওয়ে। ফলে বাতিল করা হয়েছে একাধিক ফ্লাইট। অন্তত ২০টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে।