২৪শে জানুয়ারি, ২০২৫, ২৩শে রজব, ১৪৪৬

জাতীয় নির্বাচন নিয়ে আবারও সুস্পষ্ট বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন করে আবারও নিজেদের অবস্থান পরিস্কার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি স্পষ্ট করে বলেছে যে , তারা বাংলাদেশে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (৪ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

ওই ব্রিফিংয়ে মিলারের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেন, বাংলাদেশে বিরোধী দলীয় প্রায় ২০ হাজারের বেশি নেতাকর্মীকে আটক করেছে দেশটির ক্ষমতাসীন দলের সরকার। এবং গত ছয় দিনের মধ্যে জেলে থাকা বিরোধী দলীয় ৩ নেতার মৃত্যু হয়েছে। এ ছাড়া পরিবারের সদস্যদের না জানিয়ে বিরোধী অনেক নেতাকেও গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপিসহ অনেক দল নির্বাচন বয়কট করেছে- এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের মতামত কী?

সাংবাদিকদের কাছ থেকে এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, আমরা নির্বাচনের ফলাফল অনুমান করতে চাই না। এর আগেও আমরা অনেকবার বলেছি, বাংলাদেশের জনগণের মঙ্গলের লক্ষ্যে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে আমরা সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখব।

এ সময় মার্কিন এ মুখপাত্র আরও বলেন, আমরা বারবারই বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা কথাই বলে আসছি, এখনও আবার বলছি, আমরা কোনো দলের পক্ষে নই। আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যা দেশটির জনগণেরও চাওয়া। আমরা দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত